মনিরুল ইসলাম: [২] ঈদের দ্বিতীয় দিন আজ শুত্রুবার। সারাদেশে চলছে ঈদ আনন্দ। সিয়াম সাধনার পর ঈদ আসে। আনন্দটাই আলাদা। মানুষ নাড়ির টানে ঘরে ফিরে। পরিবার পরিজন উদযাপন করে দিন।
[৩] এ সময়ের জনপ্রিয় ও আলোচিত চিত্র নায়িকা পরীমনি। তার ঈদ আনন্দের সীমা নেই। ঈদ শিরোনাম দিয়ে একটি পোষ্ট দিয়েছেন পরীমনি। আজ শুত্রুবার সকালে পোষ্টটি আপ করেন পরী তার এফবিতে।সাথে ৫ টি পিক।
[৪] খুবই আনন্দমাখা পিক। কোলে পরীর তনয় পূণ্য। যাকে ঘিরেই তার স্বপ্ন। ঈদের নতুন পোষাক পরিধানরত। এবার একমাত্র ছেলে পূণ্যের সাথে ঈদ উদযাপন করছেন পরীমনি।
[৫] এই পিকগুলো দেখে তার ভক্তদের একজন লিখেছেন, 'ইদ মোবারক আপু & মামা'।
[৬] উল্লেখ্য, পরীমনি ও শরিফুল রাজের সংসারের সন্তান পূণ্য। দুজনের বিয়ের বয়স দেড় বছর। এর মধ্যেই ভাঙনের মুখে দাম্পত্য সম্পর্ক। এর আগে গত নভেম্বর মাসে এক নায়িকাকে ঘিরে রাজ-পরীর মধ্যে ঝামেলা বেঁধেছিল। একমাত্র ছেলের মুখ চেয়ে সমস্যা খানিক মিটিয়ে নিলেও ফের পথ আলাদা দুজনের। এক ছাদের তলায় থাকছেন না এই দম্পতি। এর মাঝেই রাজের সঙ্গে বিচ্ছেদের ধ্বনি শোনা যায়। গত ২০ মে থেকে শরীফুল তাঁর সঙ্গে থাকেন না।
[৭] ২০২১ সালের অক্টোবর মাসে ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। ২০২২-এর জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে গোপন বিয়ের কথা ফাঁস করেন দুজনে। পরে সামাজিকভাবে বিয়ে সেরে নেন রাজ-পরীমনি।