শিরোনাম
◈ নুরকে হাসপাতালে দেখতে এসে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল ◈ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টায় ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা ও বল প্রয়োগ করে: আইএসপিআর ◈ নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ পল্টনে ফের র.ক্তা.ক্ত সংঘর্ষ: হলুদ হেলমেটধারীরা কারা?" ◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক ◈ ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো’ ◈ নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন (ভিডিও) ◈ ভূমি মালিকদের জন্য বড় সুখবর: মাত্র ২৪ ঘন্টায় খতিয়ানের ভূল সংশোধনের সরকারি নির্দেশনা, জানুন কিভাবে ◈ ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন ◈ সংঘের নিয়মে মোদির অবসর? বয়স বিতর্কে মোহন ভাগবতের স্পষ্ট জবাব

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৪, ১১:৫৪ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৪, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোনা: জীন-২’ দর্শক দেখে যেমন আনন্দ পাবেন, তেমন ভয়ও পাবেন : সামিনা

মনিরুল ইসলাম: [২]  মোনা: জীন-২’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সামিনা বাশার। ভৌতিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ চারটি চরিত্র রয়েছে। তার মধ্যে একটি সামিনা। সামিনা নামের অভিনয় করেছেন সামিনা বাশার।অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। এর আগে মডেলিং ও নাটকে অভিনয় করেন তিনি।

[৩] মঙ্গলবার রাতে আদাবরে কথা হলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বাসায় সামিনা বাশারের সঙ্গে। জানালেন সিনেমার শুটিংয়ের কথা। অভিনয় নিয়ে বললেন ভালোই করছেন৷ চেষ্টার কমতি ছিলো না। এখন ঈদে সিনেমাটি মুক্তি পেলে দর্শকরাই বিচার করবেন কেমন করেছি। বিচারের ভার তাদের ওপরই ছেড়ে দিয়েছেন।

[৪] সামিনা জানান, ১৭ দিন ' মোনা: জীন-২ সিনেমার শুটিং হয়েছে। ১৭ দিনেই শেষ হয়েছে শুটিং পর্ব। কনকনে শীতে জামালপুরের একটি গ্রামে চলেছে ছবির শুটিং। পাতলা সূতি কাপড় পড়ে শীতের রাতে শুটিং করেছেন। অনেক কষ্ট হয়েছে। দল বেঁধে শুটিংয়ে অংশ নেওয়ায় ভালোই লেগেছে।

[৫] তিনি জানান, সিনেমাটি শীতকালে শুটিং হয়েছে সামারে মুক্তি পাবে বলে। তাই  তাড়াহুড়ো কাজ শেষ করা হয়।রোজার ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে। আসলে গরম তো এসেই গেলো।

[৬] সামিনা জানান, জামালপুরের ঘটনা বলে জামালপুরেই শুটিং হয়েছে। আমরা যারা এ সিনেমায় অভিনয়  করেছি সবাই মনযোগ দিয়ে কাজটি করেছি। ভৌতিক গল্প। তা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।গল্পটি দারুণ। দর্শক দেখে যেমন আনন্দ পাবেন, তেমন ভয়ও পাবেন।

[৭] শিগগিরই সামিনা বাশার শুরু করবেন একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বারুদ’ নামের নতুন আরেকটি   সিনেমার কাজ বলে জানাললন। এছাড়া, প্রচারের অপেক্ষায় আছে তার অভিনীত Bad Ass (খারাপ গাধা) সিজন ২ নামের নাটকটি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়