এম এম লিংকন: [২] সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, নির্বাচন কমিশন আগ্রহ প্রকাশ করেছেন সশস্ত্র বাহিনী মোতায়েন হোক। নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে এ বিষয়ে জানাবেন। রাষ্ট্রপতি চাইলে সশস্ত্র বাহিনী মোতায়েন হবে। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন হবে। আমরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবো।
[৩] সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সঙ্গে প্রতিরক্ষা সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের এক বৈঠক হয়। বৈঠকের পর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ সব কথা বলেন।
[৪] উল্লেখ্য, ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রায় ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। আর জাকের পার্টি প্রায় ২১৮ জন এবং তৃণমূল বিএনপি ১৫১ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এর মধ্যে অনেকগুলো দলের দাবি ছিল ভোটে সেনাবাহিনী মোতায়েনের।
[৫] একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল উল্লেখ করে লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এবার যদি বেশি প্রয়োজন হয়, সেভাবেই মোতায়েন করা হবে। এজন্য অবশ্যই সবসময় প্রস্তুতি আছে। গতবার ৩৮৮ উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছিল। তিনি বলেন, ইসি চাচ্ছে একটা সুন্দর, সুষ্ঠু ও ফ্রি ফেয়ার নির্বাচন হোক। এ ব্যাপারে আমাদের সামান্য সন্দেহ নেই। তারা অত্যন্ত সিরিয়াস। সম্পাদনা: ইকবাল খান, সালেহ্ বিপ্লব