শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে নৌকার প্রার্থীর ব্যানার-ফেস্টুন অপসারণের জেরে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

মঈন উদ্দীন, রাজশাহী: সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রচারে ব্যবহৃত অধিক আয়তনের ব্যানার অপসারণের সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় নৌকার কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থলে এসে ওই ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন। এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থকদের দাবি, গণহারে নৌকার প্রতীকে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। ওই ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রী, মেয়র প্রার্থী এবং নৌকা প্রতীকের ছবি ছিল যা পদদলিত করেছে প্রশাসন। এতে আওয়ামী লীগের সমর্থকরা ক্ষুদ্ধ হন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগে চরম অসন্তোষ প্রকাশ করে।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার বলেন, ভুল বুঝাবুঝির কারণে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দ্রুত গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

তবে প্রশাসনের দাবি এমন কিছুই হয়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা জানান, এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। একজন প্রার্থীর ব্যানার নির্বাচনী প্রচারে ব্যাবহৃত নির্ধারিত ব্যানারের আয়তনের চাইতে বেশি ছিল। তাই আমরা প্রার্থীর লোকেদের সাথে নিয়েই ওগুলো নিয়ম মেনে সরিয়ে নিচ্ছি। প্রার্থীর সমর্থকরা না জেনেই এসব বলছেন।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কোন প্রার্থীর প্রচার সামগ্রী নির্ধারিক আয়তনের বেশি হলে তা ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশকে নিয়ে সরিয়ে ফেলতে পারবেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়