শিরোনাম
◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৯:০২ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ১০:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে আলোচনায় বসতে এবার সরাসরি চিঠি দিলেন সিইসি  

বিএনপিকে সংলাপে বসতে এবার সরাসরি চিঠি দিলো সিইসি  

এম এম লিংকন: দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। কিন্তু  বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার স্পষ্ট ঘোষণাও দিয়েছেন বিএনপি। তবে, কাজী হাবিবুল আউয়াল কমিশন চাইছে জাতীয় নির্বাচনে সব দল অংশ গ্রহণ করুক। এই লক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) সিইসি নিজে দলটিকে এবার আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন বলে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আহসান হাবিবব খান।  

ব্রিগেডিয়ার জেনা. (অব.) আহসান খান আমাদের নতুন সময়কে বলেন, এই সংলাপের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বিএনপিকে আমন্ত্রনের বিষয়ে জানানো হয়েছে। এই নিয়ে আলোচনা হবে । তারা বসতে রাজি হলে তখন তারিখ নিধারণ করা হবে। 

এছাড়া তিনি আরো বলেন, বিএনপির সঙ্গে সমমনা দলগুলোও এই সংলাপে বসতে পারবে। তারা চাইলে এইকই সঙ্গে বসতে পারে। না দিলেও পুনরায় বিএনপিকে সংলাপে বসতে  বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের সব ধরণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আসছে বিএনপি। তবুও আগামী নির্বাচন নিয়ে দলটির নেতাদের সঙ্গে সংলাপ করার উদ্যোগ নিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। ইতোমধ্যে বিএনপিকে আমন্ত্রণ জানানোর জন্য চিঠির খসড়া তৈরি হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

এরআগে আহসান হাবিব খান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসতে যাচ্ছে ইসি। তবে, এই সংলাপ রোজার ঈদের পর শুরু হতে পারে বলে তিনি 
ঈঙ্গিত দেন।  

গত বছরের ফেব্রুয়ারিতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে। যা প্রত্যাখ্যান করে বিএনপি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়