শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যার ডাকতে হবে বলে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে: হিরো আলম

ডেস্ক রিপোর্ট: সংসদ সদস্য হলে আমাকে স্যার ডাকতে হবে, এ জন্য কিছু শিক্ষিত মানুষ আগে থেকেই আমাকে মানতে পারছিল না। এরাই ফলাফল পাল্টে আমাকে পরাজিত করেছে। ফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হিরো আলম এমন অভিযোগ করেছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় বগুড়া-৪ আসনের ফল ঘোষণার পর হিরো আলম জেলা সদরের এরুলিয়ার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমি সংসদ সদস্য হলে নাকি বাংলাদেশের সম্মানহানি হবে। এ জন্য তারা আমাকে হারিয়ে দিয়েছে। আমি এ ফলাফল মানি না।

বগুড়া সদর আসন সম্পর্কে তিনি বলেন, সেখানে অনেক কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি। কর্মীদের মারধর করেছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলব না। পরে জানানো হবে।

প্রসঙ্গত, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে নির্বাচন করে ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

এদিকে, বগুড়া-৬ (সদর) আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ছিলেন আব্দুল মান্নান। এ আসনেও হেরেছেন হিরো আলম। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়