শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএমে কারচুপি সম্ভব না: প্রকল্প পরিচালক

ইভিএম

এম এম লিংকন: ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রকল্প পরিচালক (পিডি) কর্নেল সৈয়দ রাকিবুল হাসান জানান, ইভিএমে ভোট পুনঃগণনা করা যায়, তথ্য জমা রাখা হবে এক বছর, তাই কারচুপি সম্ভব নয়। 

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে ৩১ নং ওয়ার্ডে এক প্রার্থীর আবেদনে ভোট পুনঃগণনা করা হয়েছিল। সময় খুব বেশি লাগে না। সরকারি পরিপত্র অনুযায়ী, এই মেশিনে ভোটের ফলাফলের তথ্য এক বছর রাখা যাবে। এই সময়ের মধ্যে ভোটের ফলাফল নিয়ে কেউ আদালতে চ্যালেঞ্জ করলে তথ্য দেওয়া হবে। 

একজন ভোটার ইভিএমে ভোট দিয়েছেন কি না তা কিভাবে নিশ্চিত হওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিজিটাল অডিট ট্রেইলের মাধ্যমে ভোট দেওয়া ব্যক্তিদের তালিকা বের করা যায়। ইভিএমের ভিতরেও এর রেকর্ড থাকে। বুথ থেকে ভোটের ফলাফল সংগ্রহ করতে প্রতিটি কেন্দ্রে কয়টি করে দুইটি করে অডিট কার্ড ব্যবহার করা হয়। একটি চলমান, অন্যটি অতিরিক্ত। 

পিডি বলেন, এই মেশিনের সোর্স কার্ড বা সফটওয়ার পরিবর্তন করা সম্ভব নয়। ইভিএমকে দূর থেকে নিয়ন্ত্রণ করে কারচুপি করা অসম্ভব।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্ঘটনায় কারো আঙ্গুলের ক্ষতি হলে তার ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে। বর্তমান আইনে এমন ভোটের হার সর্বোচ্চ শতকরা একভাগ হতে পারবে। 

সৈয়দ রাকিবুল হাসান আরো বলেন, কাজী হাবিবুল আউয়াল কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন নির্বাচনে প্রায় পাঁচ শতাধিক কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত এর বিরুদ্ধে সুর্নিদিষ্ট কোন অভিযোগ কেউ দিতে পারেননি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়