শিরোনাম
◈ ভারতের উপহার দেওয়া সাড়ে ৪ কোটি টাকার জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স এখন 'ভোটের গাড়ি' ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের বাছাই‌য়ে পাপুয়া নিউ‌গি‌নি‌কে সহজেই হারালো বাংলাদেশ ◈ কট্টর ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার কোরআন পড়ে অভিভূত হয়ে ইসলাম গ্রহণ (ভিডিও) ◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১২:০১ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘অসৌজন্যমূলক আচরণ: রুমিন ফারহানাকে সশরীরে তলব

মনিরুল ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সশরীরে তলব করেছে নির্বাচন কমিশন (রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং দায়িত্ব পালনরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে ‘অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের অভিযোগে তাকে এই তলব করা হয়। আগামী বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে এই ঘটনার লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ জন লোক নিয়ে একটি নির্বাচনী জনসভা করেন রুমিন ফারহানা। বৃহৎ স্টেজ নির্মাণ ও মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান করায় সেখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপস্থিত হন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তিনি তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার ওপর চড়াও হন এবং তর্কে লিপ্ত হন বলে অভিযোগ উঠেছে।

রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করতে বললে রুমিন ফারহানা তার সাথে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। এক পর্যায়ে তিনি উপস্থিত লোকজনের সামনে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, "আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।"

এ সময় প্রার্থীর সঙ্গে থাকা কর্মীরাও মারমুখী আচরণ শুরু করেন এবং  বিচারিক কাজে সরাসরি বাধা প্রদান করেন। ঘটনার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার স্বার্থে এই ধরনের আচরণ কাম্য নয়। এটি নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়