মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এসব আবেদন মঞ্জুর করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, ষষ্ঠ দিনের শুনানিতে মোট ৩৫১ থেকে ৪২০ নম্বর পর্যন্ত আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর হলেও ৩৪টি আবেদন নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া আইনি জটিলতা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের জন্য ১০টি আবেদনের ওপর সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।
ছয় দিনে বৈধ ৩৩৭ প্রার্থী গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল শুনানির প্রথম ছয় দিনে এ পর্যন্ত মোট ৩৩৭ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিপরীতে ১১৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৩৩টি আবেদন এখনও অপেক্ষমাণ রয়েছে। প্রথম দিনে ৫২ জন, দ্বিতীয় দিনে ৫০ জন এবং ক্রমান্বয়ে গত পাঁচ দিনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বৈধতা পেয়েছেন।
শুনানির সময়সূচী কমিশন জানায়, আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হবে। এরপর শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিন রবিবার (১৮ জানুয়ারি) ৫৬১ থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রার্থিতা ফিরে পেতে কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনি প্রচারণা।