শিরোনাম
◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৪, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-৪ আসনের সংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান সুমন। 

[৩] শুক্রবার (১৭ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

[৪] সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমান অভিযোগ করেন- সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তফসিল ঘোষণার পর থেকে প্রায়শ নিজ বাড়ীতে অবস্থান করে তার পক্ষের প্রার্থীর হয়ে কাজ করতে স্থানীয় নেতাকর্মীদের চাপ প্রয়োগ করছেন। এমনকি তিনি স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে প্রতিপক্ষের কর্মীদের হয়রানি করছেন বলেও অভিযোগ তোলেন তিনি। 

[৫] এসময় তিনি (মোখলেছুর রহমান) সাংসদের বিরুদ্ধে প্রধাণমন্ত্রীর সাথে তোলা সেলফি বিশেষ উদ্যেশ্য সাধনে নিজ পক্ষের নেতাকর্মীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন। 

[৬] মোখলেছুর রহমান বলেন, সাংসদের মদদে তার পক্ষের নেতাকর্মীরা প্রতিপক্ষের (মোখলেসের) কর্মীদের মারধর ও নির্বাচনের পরে দেখে নেয়ার হুমকি দেয়া হচ্ছে। এবিষয়ে নির্বাচনে অভিযোগ দেয়া হলেও তিনি প্রতিকার পাচ্ছেননা বলে অভিযোগ করেন।

[৭] সাংবাদিক সম্মেলনে ভাঙ্গা উপজেলা আ'লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়