শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৪, ০৭:০০ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট

প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত

এম এম লিংকন: [৩] নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে।

[৪] এই ধাপে ৫৫ টির মধ্যে নয়টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। 

[৫] মঙ্গলবার সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এরআগে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের সভা হয়। 

[৬] ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ১৪৯ উপজেলার ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ীদের মধ্যে  রয়েছেন নাটোর সিংড়া উপজেলার অপহরণ হওয়া প্রার্থী দেলোয়ার হোসেন। এছাড়া বাগেরহাট সদরে তিনটি পদে, মুন্সীগঞ্জ সদরে তিনটি পদে ও শিবচর (মাদারীপুর) তিনটি পদে এবং পরশুরাম ( ফেনী) উপজেলায় তিনটি পদে প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো নির্বাচিত হয়েছেন,  বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, হাকিমপুর (দিনাজপুর) উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, সাঘাটা (গাইবান্ধা) উপজেলার চেয়ারম্যান, বেড়া (পাবনা) উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, সিংড়া (নাটোর) উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া সদরের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, বড়লেখা (মৌলভীবাজার) উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, সন্দ্বীপ (চট্টগ্রাম) উপজেলায় ভাইস চেয়ারম্যান, কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান, রোয়াংছড়ি (বান্দরবান) উপজেলার চেয়ারম্যান পদ ও কাউখালী (রাঙ্গামাটি) উপজেলার ভাইস চেয়ারম্যান বিনা। 

[৭] প্রথম ধাপের ভোটে ২২ এপ্রিল ৯৯৫ জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। এছাড়া ভাইস চেয়ারম্যান ৭৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। এই ধাপে ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ নিয়ে প্রচার -প্রচারণায় নামবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সম্পাদনা: সমর চক্রবর্তী 

এমএমএল/এসসি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়