শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০১:৫৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় বিএনপির সেক্রেটারিসহ চেয়ারম্যান প্রার্থী ১৭ জন

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ও নাসিরনগর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী সোমবার (১৫ এপ্রিল) বিকেল পর্যন্ত ছিল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত দুই উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ১৭ জন চেয়ারম্যান প্রার্থী। এরমধ্যে সরাইল উপজেলায় ১১ জন ও নাসিরনগর উপজেলায় ৬ জন।

[৩] জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সরাইল উপজেলায় ১১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বীতা করতে মনোনয়ন দাখিল করেছেন। 

[৪] চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, মো: জামাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন ভাসানী, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি, মোহাম্মদ শাহেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবু হানিফ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম খন্দকার।

[৫] এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

[৬] এদিকে নাসিরনগরে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন। 

[৭] উপজেলা চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেন তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, মো. ওমরাও খান, প্রদীপ কুমার রায়, প্রমোদ রঞ্জন সূত্রধর  ও সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন।

[৮] জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাদেকুর রহমান জানান, এবার প্রার্থীরা অনলাইনে মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন পত্র আগামী ১৭ এপ্রিল বাছাই, আপিল দাযের ১৮ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল  এবং  ভোট গ্রহণ ৮ মে অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়