শিরোনাম
◈ ঐক্যের ডাকে প্রমাণ হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিই বিএনপি’র দোসর: ওবায়দুল কাদের ◈ গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে রোমে ফের আলোচনা শুরু হচ্ছে রোববার ◈ বিবাহবিচ্ছেদের মামলা করায় পাকিস্তানে কন্যার পা কেটে নিলেন বাবা ◈ দ্রুত গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে নেতানিয়াহুকে বাইডেনের তাগাদা ◈ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী ◈ চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতে আস্থার সংকটে ক্রেতারা ◈ শ্বেতাঙ্গ নারীদের জুম বৈঠকে কমলার জন্য ২০ লাখ ডলার সংগ্রহ ◈ এইচএসসির উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ ◈ হত্যা চেষ্টার স্থলে ফিরে যাওয়ার সংকল্প ট্রাম্পের  ◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির সাথে খুবির মতবিনিময় 

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের ‘কোলাবরেশন বিটুইন ইয়েল গ্লোবাল হেলথ এন্ড খুলনা ইউনিভার্সিটি অন মিটিগেশন অব মেন্টাল হেলথ ইস্যুজ আন্ডার ক্লাইমেট চেইঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় বৃহস্পতিবার সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

[৩] সভায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের জনগণের উপর মেন্টাল হেলথ অ্যাফেক্ট, পরিবেশ দূষণসহ ইত্যাদি বিষয়ে গবেষণার লক্ষ্যে আলোচনা করা হয়। উপরোক্ত বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের বিষয় আলোচনায় স্থান পায়। সভায় ফান্ডিংয়ের বিষয়ে পরবর্তীতে ইয়েল ইউনিভার্সিটিতে প্রস্তাব পেশ করার বিষয় নিয়েও আলোচনা করা হয়।

[৪] দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আবদুল্লাহ হারুন চৌধুরী, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাঃ শওকত আলী খান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়