শিরোনাম
◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার শেষ দিনে অনুপস্থিত সাড়ে ১৬ হাজার, বহিষ্কার ৮

শহীদুল ইসলাম: এ বছরের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে। রোববার স্থগিত হওয়া তত্ত্বীয় পরীক্ষা আয়োজনের মধ্য দিয়ে পরীক্ষা শেষ হল। সারাদেশের সাধারণ ৯টি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে রোববার ১৬ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ও ৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। অনুপস্থিতির হার ১ দশমিক ৪৩ শতাংশ ছিল। পরীক্ষা শেষে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এসব তথ্য জানানো হয়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

বোর্ড থেকে পাঠানো তথ্যে জানা যায়, রোববার সাধারণ ৯ শিক্ষা বোর্ডের অধীনে গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ডেরও স্থগিত পরীক্ষা এ দিন আয়োজন করা হয়। 
এতে দেখা গেছে, ঢাকা বোর্ডের ৪ হাজার ৩৭০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭০৭ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ২০ জন, যশোর বোর্ডের ২ হাজার ২৪ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৫৯১ জন, সিলেট বোর্ডে ৯৭৫ জন, বরিশাল বোর্ডে ৯৭৭ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৭৩৫ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এদিন ১১১ জন অনুপস্থিত ছিলেন।

এদিকে ১০ বোর্ডে বহিষ্কার ৮ জনের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে একজন, কুমিল্লায় একজন ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ছয় জন শিক্ষার্থী রয়েছে। এদিন কোন পরিদর্শক বা শিক্ষক বহিষ্কার হননি।

এর আগে, ৩০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। আগামী ৩০ মে ব্যবহারিক পরীক্ষা দিয়ে পুরোপুরি শেষ হবে ২০২৩ সালের পরীক্ষা। সম্পাদনা: তারিক আল বান্না

এসআই/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়