শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৪৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশাগ্রস্ত শেকৃবির ছাত্রী ১০ তলা থেকে পড়ে সংকটাপন্ন 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শহীদুল ইসলাম: সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না পাওয়ায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাঁদ থেকে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মারিয়া রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রীর সহপাঠিরা জানায়, মারিয়া রহমান ২০২৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তার বিভিন্ন কারণে ইয়ার ড্রপ হয়েছে। সে ক্লাসে ৬০ শতাংশ উপস্থিতি না থাকায় আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পায়নি। এ নিয়ে সে হতাশাগ্রস্ত ছিল।

শেকৃবির প্রক্টর মো. হারুন-উর-রশিদ বলেন, কৃষকরত্ন শেখ হাসিনা আবাসিক হলের মারিয়া রহমান নামের এক ছাত্রীর ছাঁদ থেকে পড়ে যাওয়ার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নেই, পরবর্তীতে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

অন্যদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়টির শেরেবাংলা হলের কিছু অংশ ধসে পড়েছে। ধসে পড়া অংশের আঘাতে সাদেক নামের এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। ঘটনার পরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. জুবায়ের আল মাহমুদ ও সহকারী প্রভোস্ট অধ্যাপক শাহরিয়ার জামান ঘটনাস্থল পরিদর্শনে  গিয়ে এ ব্লকের তিন তলার ৩০১, ৩০৩, ৩০৫, ৩০৬ রুমের ছাদের অংশ ধসে পড়া দৃশ্য পরিদর্শন করেন।

এ বিষয়ে শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. জুবায়ের আল মাহমুদ বলেন, 'হলের ভবনটি প্রায় ৮০ বছর পুরনো। এত পুরনো ভবন সংস্কারের অযোগ্য। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়