শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:২৮ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর প্রোগ্রাম  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

তানভীর মোবারক, জাবি: 'একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন' স্লোগানকে ধারণ করে রক্তদাতাদের সংগঠন বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিকাল ৫ টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সর্বোচ্চ রক্ত সংগ্রাহকদেরকে পুরষ্কৃত করা হয়। এ বছরে সর্বোচ্চ ১৯৩ ইউনিট রক্ত সংগ্রহ করেন ইতিহাস বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ মুজতাহিদ হোসেন।

পরবর্তীতে গতবারের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুজতাহিদ হোসেন, সম্পাদক মো. শফিকুল ইসলাম সানী।

বিশেষ অতিথির বক্তব্য অধ্যাপক কবিরুল বাশার বলেন, বাঁধন যে কর্মকাণ্ড করে যাচ্ছে, এর প্রশংসা সর্বত্র ছড়িয়ে পড়েছে। সর্বোচ্চ রক্ত সংগ্রাহকদেরকে পুরষ্কৃত করার মাধ্যমে বাঁধন সবাইকে রক্তদানে উৎসাহ প্রদান করে যাচ্ছে এই ধারা চলমান থাকবে বলে আশা করছি।

প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ হেল কাফী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনেক শিক্ষার্থী মাদকের সাথে জড়িত হয়ে পড়ে। অথচ একজন বাঁধন কর্মী কখনো মাদক গ্রহণ করতে পারে না। মানুষকে সেবার মধ্য দিয়ে বাঁধন কর্মী রা সমাজে রক্তদানের এই ধারা অব্যাহত রাখবে।

বাঁধন জাবি জোনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ হেল কাফী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর বাঁধনের উপদেষ্টা অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার, বাঁধনের উপদেষ্টা প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান, ড. সুব্রত বণিক প্রমুখ৷

প্রতিনিধি/এসএ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়