তানভীর মোবারক, জাবি: 'একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন' স্লোগানকে ধারণ করে রক্তদাতাদের সংগঠন বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিকাল ৫ টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সর্বোচ্চ রক্ত সংগ্রাহকদেরকে পুরষ্কৃত করা হয়। এ বছরে সর্বোচ্চ ১৯৩ ইউনিট রক্ত সংগ্রহ করেন ইতিহাস বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ মুজতাহিদ হোসেন।
পরবর্তীতে গতবারের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুজতাহিদ হোসেন, সম্পাদক মো. শফিকুল ইসলাম সানী।
বিশেষ অতিথির বক্তব্য অধ্যাপক কবিরুল বাশার বলেন, বাঁধন যে কর্মকাণ্ড করে যাচ্ছে, এর প্রশংসা সর্বত্র ছড়িয়ে পড়েছে। সর্বোচ্চ রক্ত সংগ্রাহকদেরকে পুরষ্কৃত করার মাধ্যমে বাঁধন সবাইকে রক্তদানে উৎসাহ প্রদান করে যাচ্ছে এই ধারা চলমান থাকবে বলে আশা করছি।
প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ হেল কাফী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনেক শিক্ষার্থী মাদকের সাথে জড়িত হয়ে পড়ে। অথচ একজন বাঁধন কর্মী কখনো মাদক গ্রহণ করতে পারে না। মানুষকে সেবার মধ্য দিয়ে বাঁধন কর্মী রা সমাজে রক্তদানের এই ধারা অব্যাহত রাখবে।
বাঁধন জাবি জোনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ হেল কাফী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর বাঁধনের উপদেষ্টা অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার, বাঁধনের উপদেষ্টা প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান, ড. সুব্রত বণিক প্রমুখ৷
প্রতিনিধি/এসএ
আপনার মতামত লিখুন :