শিরোনাম
◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:২২ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎসবমুখর পরিবেশে নবীনদের বরণ করলো জবির মার্কেটিং বিভাগ

অপূর্ব চৌধুরী, জবি: উৎসবমুখর পরিবেশ নবীনদের বরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ।

৫১৩ নম্বর কক্ষে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটি আয়োজন করা হয় রোববার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন,শিক্ষার্থীদের উচিত বিশ্ববিদ্যালয়ের সময়টুকু উপভোগ করার পাশাপাশি তার সর্বোত্তম সঠিক ব্যবহার করা। মার্কেটিং বিভাগ নানানভাবে শিক্ষার্থীদের পাশে আছে। তাদের একাডেমিক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে যেকোনো ধরনের সাহায্য বিভাগ থেকেই গ্রহণ করতে পারবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাব কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্কেটিং ক্লাবের প্রেসিডেন্ট রায়হান জাব্বার। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের উচিত নিজেদের মেলে ধরা। এর মাধ্যমে নতুন কিছু শেখার তাগিদ নিয়ে এগিয়ে যাবে তারা। মার্কেটিংয়ের শিক্ষার্থী হিসেবে তাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এর প্রতিও তিনি সচেতন হবার পরামর্শ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়