জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) 'ডি' ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (চ্যাটজিপিটি) সাহায্যে উত্তর বের করে চান্স পেয়েছেন মো. মাহমুদুল্লাহ হাসান নামে এক শিক্ষার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) 'এ' ইউনিটে ভর্তি পরীক্ষায় পুনরায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় আটক করা হয় তাকে।
সোমবার (২৯ ডিসেম্বর) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ 'এ' ইউনিট ভর্তি পরীক্ষার ২য় শিফটে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ নম্বর কক্ষে পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করার সময় কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক হাতেনাতে ধরেন তাকে।
আটক মাহমুদুল্লাহ হাসান নীলফামারী জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
এর আগে, তিনি ২৩ ডিসেম্বর 'ডি' ইউনিটের পঞ্চম শিফটে ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট ভর্তি পরীক্ষা দেয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪০১ নম্বর কক্ষে। তিনি ওইদিন প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে দিয়ে উত্তর বের করে পরীক্ষা দেন। গত ২৫ তারিখে 'ডি' ইউনিটের ফলাফল দিলে তিনি পঞ্চম শিফটে ২৪২তম অবস্থান করেন। তার রোল ৪১৩৩৬৪২।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার জাবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ২য় শিফটে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের ১০২ কক্ষে পরীক্ষার সময় পিছনের দিকে বেঞ্চ বসে মোবাইলে ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর লিখছিলেন। তখন দায়িত্বরত শিক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি, অভিযুক্ত শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে এম রাশিদুল আলম বলেন, আমরা ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, তথ্য প্রমাণ সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সূত্র: আরটিভি