শিরোনাম
◈ কেন্দ্রীয় ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে ইসলামি ব্যাংকগুলোর বিষয়ে ◈ ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: প্রধান উপদেষ্টা ◈ জোরপূর্বক চুল দাঁড়ি কেটে দেওয়ার সময় বৃদ্ধ বল‌লেন, আল্লাহ তুই দে‌হিস, কী ঘটেছিলো আসলে? ◈ ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা ◈ লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্ত্রণালয়ের নির্দেশনা পরীক্ষা নিয়ে ◈ বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া ◈ ঢাকার মিরপুরে ভারতের সাকিনা বেগম ◈ সাইপ্রাসে ভবন থেকে পড়ে নিহত বেনাপোলের হাফিজুর ◈ দুর্গা পুজায় বেনাপোল বন্দর ৬ দিন বন্ধ ◈ প্রতিটি আসনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে চায় বিএনপি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৩ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গকসু নির্বাচন : ভিপি ইয়াসিন, জিএস রায়হান

সাভারে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ হাজার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. রায়হান খান।

সহ-সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সামিউল হাসান শোভন, দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার ১ হাজার ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. জান্নাতুল ফেরদৌস ১ হাজার ৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সমাজ কল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর। কোষাধ্যক্ষ পদে ১ হাজার ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে খন্দকার আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ফয়সাল আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ আল নোহান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. মারুফ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে লীশা চাকমা।

কৃষি অনুষদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মহিউল আলম দোলন, ভেটেরেনারি অ্যান্ড অ্যানিমল সায়েন্স অনুষদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. হুমায়ুন কবির, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাকিল আহাম্মেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদী হাসান, মিনতুজ আক্তার মিম। 

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. ইমদাদুল হক মিলন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বেলা ৩টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আর কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে যাঁরা ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরাই কেবল ভোট দিতে পেরেছেন। নির্বাচন কমিশনের হিসেবে ৭৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

প্রসঙ্গত গকসু নির্বাচনে এবার ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ জন এবং এজিএস পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে চারজন, ক্রীড়া সম্পাদক পদে তিনজন, দপ্তর সম্পাদক পদে ছয়জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন, সহ-ক্রীড়া সম্পাদক পদে চারজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়