শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে ◈ গুলশানের হোটেল ওয়েস্টিনে মার্কিন নাগরিকের লাশ ◈ খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর!

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার (২০ আগস্ট) এ প্রস্তাব পাঠানো হয়। সূত্র: কালবেলা

জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বাড়ি ভাতার হার বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল ৪৫ শতাংশ। তবে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে ২০ শতাংশের প্রস্তাব অনুমোদন করে পাঠিয়েছে। পাশাপাশি চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শাহজাহান বলেন, “শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে শিক্ষা প্রশাসন ইতিবাচক। শিগগিরই শিক্ষকরা এ-সংক্রান্ত সুখবর পেতে পারেন।”

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মাসে বাড়িভাড়া বাবদ ১ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান। নতুন প্রস্তাব অনুমোদন হলে বাড়িভাড়া মূল বেতনের ভিত্তিতে এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ হারে পাবেন তারা।

এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন। ‘জাতীয়করণ প্রত্যাশী জোট’ এর পক্ষ থেকে বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়