শিরোনাম
◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ ◈ অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা, রা‌তে রওনা হ‌লো বাংলা‌দেশ দল ◈ ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ: বাংলাদেশের জন্য উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খিলগাঁও মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শন

মনিরুল ইসলাম : খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে আজ বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণী ও ডকুমেন্টারি প্রদর্শনী। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গ্রাফিতি, চিত্রাঙ্কন ও দেয়ালচিত্র প্রতিযোগিতা, যার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একই মঞ্চে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইমাম জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মামুনুর রশিদ আকন্দ, মো: মাহফুজুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি কে.এম. নাহিদ হাসান সভাপতিত্ব করেন  আহ্বায়ক রোকেয়া চৌধুরী বেবি। সঞ্চালকের দায়িত্বে ছিলেন রাজীব চন্দ্র দাস ও ছাত্রনেতা মাহফুজুল ইসলাম  ভূঁইয়া মামুন। 

সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্রনেতা ফারুক মিয়া,মো:সুজন,মহিউদ্দিন সজীব, জিসান মাহমুদসহ আরো অনেকে।  
বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, ইতিহাস এবং এর তাৎপর্য তুলে ধরে বলেন, “এই আন্দোলন কেবল একটি ঘটনার স্মৃতি নয়, এটি আমাদের গণতান্ত্রিক চেতনার অনন্য নিদর্শন।” তারা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাস চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া শিক্ষার্থী নাজমুল হাসান সায়িম, তামজিদ আহমেদ জয়, ওহিদুজ্জামান নাহিন এবং সমীর হায়দারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে জুলাই আন্দোলনভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলের গভীর আগ্রহ কাড়ে।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমাম জাফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়