শিরোনাম
◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাবৃত্তি নিয়ে

সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, এমনকি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) হাতিয়ে নিয়ে বৃত্তির টাকা আত্মসাতের চেষ্টা করছে প্রতারক চক্র।

এমন ভয়াবহ প্রতারণা ঠেকাতে এবার জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১৫ মে) মাউশির ওয়েবসাইটে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, সরকার রাজস্ব খাতভুক্ত যেসব বৃত্তি ও উপবৃত্তি প্রদান করে, সেগুলোর টাকা এখন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়। তবে সেই অ্যাকাউন্ট বা ইউজার আইডি-পাসওয়ার্ড, এমনকি ব্যাংক কার্ডের পিন চেয়ে প্রতারক চক্র শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে।
 
অন্যদিকে মাউশির তদন্তে উঠে এসেছে, চক্রটি কখনো মাউশির কর্মকর্তা, কখনো শিক্ষা বোর্ড বা ব্যাংকের পরিচয়ে ফোন বা এসএমএস পাঠায়। এরপর অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট কার্ডের পিন, পাসওয়ার্ড, এমনকি ওটিপিও চাওয়া হচ্ছে।
 
 সে জন্য মাউশির নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের অনুরোধ এলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। কোনো অবস্থাতেই এসব তথ্য জানানো যাবে না। পাশাপাশি কোনো আর্থিক লেনদেনেও যেন জড়ানো না হয়, সে জন্য শিক্ষার্থীদেরও সাইবার সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছে মাউশি।
 
একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে বৃত্তি সংক্রান্ত সব তথ্য নিয়মিত প্রকাশ করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানদের তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড সুরক্ষায় রাখার নির্দেশনাও দিয়েছে মাউশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়