শিরোনাম
◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএসের ভাইভার নম্বর আরও কমিয়ে ৫০ করা হতে পারে: পিএসসি

বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) ২০০ নম্বর ছিল। এ নম্বর নিয়ে ভাইভা বোর্ডের সদস্যরা কারসাজি করেন বলে অভিযোগ রয়েছে। অনেকে লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেয়েও ভাইভায় কম নম্বর পেয়ে প্রত্যাশিত ফল অর্জন করতে পারেন না। আবার অনেকে তদবিরের জোরে লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েও মৌখিকে বেশি নম্বর পেয়ে ভালো ফল বাগিয়ে নেন।

বিভিন্ন পক্ষের অভিযোগ ও আপত্তির মুখে সম্প্রতি সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভাইভার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার প্রস্তাব করে। মন্ত্রণালয় তা অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ফলে ৪৭তম বিসিএস থেকে ভাইভা হবে ১০০ নম্বরের ওপর।

তবে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, প্রয়োজনে ভাইভার নম্বর আরও কমিয়ে আনা হবে। সেটা কত হতে পারে, তা-ও জানিয়েছেন তিনি।

পিএসসি চেয়ারম্যান বলেন, ৪৭তম বিসিএস থেকে ভাইভায় যে ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর করা হচ্ছে, প্রয়োজনে সেটা আরও কমিয়ে ৫০ নম্বরও করা হতে পারে। বিষয়টির পর্যালোচনা চলছে। ইতিবাচক মনে হলে পিএসসি নম্বর কমিয়ে আনবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা বলেন, বিসিএসের যুগোপযোগী সিলেবাস প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৪৯তম বিসিএস থেকে এ সিলেবাস কার্যকর করা হবে।

নতুন প্রণীত সিলেবাস কেমন হবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা যে সিলেবাস প্রণয়ন করছি, সেটা শুধু বিসিএসকেন্দ্রিক নয়। এ সিলেবাস অনুসরণ করলে বিশ্বের যেকোনো দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই প্রার্থী ভালো করতে পারবেন বলে আশা করি।’

সংবাদ সম্মেলনে বিসিএসের জট নিরসনে পরিকল্পনা, মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার পদক্ষেপ, প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গ এবং চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের দাবি-দাওয়া পূরণ নিয়ে পিএসসির অবস্থান তুলে ধরা হয়। এসময় পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়