শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ

আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩-২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

প্রসঙ্গত, দুইদিন ছুটির পর শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে আগামী চারদিন ঢাকা সিটি কলেজ বন্ধ থাকবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনিবার্য পরিস্থিতির কারণে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এদিকে ঢাকা সিটি কলেজের একটি সূত্র জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীসহ ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।

কলেজ সংশ্লিষ্টরা জানান, কলেজ কর্তৃপক্ষের নির্লিপ্ততায় এ ধরনের ঘটনা ঘটছে। সামান্য ঘটনায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার জন্য। ছাত্ররা কলেজ থেকে যখন-তখন বেরিয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ চুপ থাকেন এবং সংঘর্ষ বাধার উপক্রম হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যরা কলেজে রুম বন্ধ করে বসে থাকেন। ভয়ে কেউ বাইরে বের হন না।

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের এক ছাত্রকে মারধরের অভিযোগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে কোনও রকম যোগাযোগের চেষ্টা না থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়