শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারুকলায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, চারুকলায় নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ আবারও নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর অর্পণ করা হয়েছে।

শনিবার রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, "আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে কিছু বাধা এসেছে। এ ধরনের কাজে বাধা আসবেই, ষড়যন্ত্রও থাকবে। কিন্তু মানুষের পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা এখন একটি জাতীয় দায়িত্ব পালন করছি এবং সকলকে পাশে থাকার আহ্বান জানাই।"

এদিকে, চারুকলা প্রাঙ্গণে আবারও মোটিফ তৈরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ আনা হয়েছে। শিল্পীরা দ্রুত সময়ের মধ্যে প্রতিকৃতিটি তৈরি করার চেষ্টা করছেন। ককশিট ব্যবহার করে মোটিফটি যত দ্রুত সম্ভব তৈরি করা যায় কি না, তা নিয়েও কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বলেন, "গত এক মাস ধরে বানানো একটি প্রতিকৃতি একদিনে তৈরি করা কঠিন। দেখা যাক, শিল্পীরা কী করেন। তারা চিন্তা-ভাবনা করে যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাই দেখবো।"

তিনি আরও বলেন, "এই বিষয়টি শিল্পীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা দফায় দফায় বৈঠক করছেন, পরিকল্পনা করছেন। কীভাবে কাজটি সম্পন্ন করা যায়, তা তারা ভালো জানেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়