শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের ৯০টি দেশের শিক্ষার্থীরা ফার্সি ভাষা শিখছে

পার্সটুডে- ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী সাঈদ হাবিবা বলেছেন, এখন পর্যন্ত  বিশ্বের ৯০ টি ভিন্ন জাতির শিক্ষার্থীরা ফার্সি ভাষা শিক্ষা কেন্দ্রে ফার্সি ভাষা অধ্যয়ন করছে।

আন্তর্জাতিক স্নাতকদের উদযাপন অনুষ্ঠান শেষে ইরানের ছাত্র বিষয়ক সংস্থার প্রধান ও বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী সাঈদ হাবিবা বলেছেন, আন্তর্জাতিক ছাত্ররা ফার্সি ভাষা শেখার মাধ্যমে তাদের নিজের দেশে কাজ করতে পারবে।

সাঈদ হাবিবা বলেছেন, বর্তমানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগাযোগের সর্বোত্তম উপায় তৈরি করে এবং তারা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করার সেরা মাধ্যম।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সাঈদ হাবিবা বলেছেন, ইসলামি ও উন্নয়নশীল দেশগুলোর পরস্পরের কাছাকাছি যাওয়া জরুরি।

উপমন্ত্রী আরো বলেছেন, ধনী দেশগুলো এশিয়ার দেশগুলোকে গুরুত্ব দেয় না। সেজন্য ইসলামি দেশগুলোর উচিত তাদের সমস্যাগুলো অভিন্ন চিন্তাভাবনা ও সহযোগিতার মাধ্যমে সমাধান করা যাতে উন্নয়নশীল ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়।

হাবিবা ৯০ টি ভিন্ন জাতীয়তার ছাত্রদের দ্বারা ফারসি ভাষা শেখার বিষয়টির প্রতি ইঙ্গিত করে বলেন,  তার লক্ষ্য ও কর্তব্যের ভিত্তিতে, ইরানী ছাত্র বিষয়ক সংস্থা আন্তর্জাতিক ছাত্রদের শিক্ষার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে এবং গত বছর এই সংস্থার মাধ্যমে ২৭,০০০ বিদেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে। চলতি বছর এ সংখ্যা বেড়ে ৩৫ হাজারে দাঁড়িয়েছে।

ইরানের ছাত্র বিষয়ক সংস্থার প্রধানের মতে, আন্তর্জাতিক ছাত্রদের আসার সুবিধার্থে রেগুলেশন নামে একটি প্রবিধান অনুমোদিত হয়েছে এবং এটি কার্যকর করা হচ্ছে। এর অন্যতম সুবিধা হচ্ছে আসা এবং যাওয়ার সময়কার সমস্যার সমাধান করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়