শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৯ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসার নিয়ম সহজ করল অস্ট্রেলিয়া, থাকছে যে সুবিধা(ভিডিও)

শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠিন করেই যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে এবার কর্মীদের জন্য ভিসার নিয়ম সহজ করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ায় অভিবাসনে নতুন কাজের ভিসা (ওয়ার্ক ভিসা) ‘স্কিলস ইন ডিমান্ড’ বা এসআইডি চালু করা হয়েছে। গত ৭ ডিসেম্বর নতুন এই নিয়মের পাশাপাশি বাতিল করা হয়েছে আগের টেম্পোরারি স্কিল শর্টেজ (টিএসএস)। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, তিনটি স্ট্রিম নিয়ে এবারের স্কিলস ইন ডিমান্ড’ বা এসআইডি চালু করেছে অস্ট্রেলিয়া। এর আওতায় বিদেশিরা দেশটিতে কাজ ও থাকার সুবিধা পাবেন।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স থেকে সম্প্রতি জানানো হয়। এসআইডির আওতায় ভিসাধারীরা মেয়াদ থাকার সময়ের মধ্যে যতবার ইচ্ছা অস্ট্রেলিয়া আসা-যাওয়া করতে পারবেন। এমনকি কাজের অভিজ্ঞতা এক বছর হলেও ভিসার জন্য আবেদন করতে পারবেন। এতে করে কম দক্ষ কর্মীরাও ভিসা পেতে পারবেন। 

ইংরেজি জানার ব্যাপারটি এখনো নিয়মের মধ্যে রাখা হয়েছে। আগের মতোই এই দক্ষতা দেখাতে হবে। ইংরেজি জানতেই হবে, এ ছাড়া কোনো বিকল্প নেই। তবে, কম বেতনের চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে এবার। 

পাশাপাশি নতুন ভিসার জন্য ৪৫০টির বেশি পেশার তালিকাও প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। অভিবাসন আইনজীবীরা বলছেন, আগের তুলনায় এ ভিসাপ্রক্রিয়া সহজ হবে।

তবে নতুন তালিকায় বাদ পড়েছে আগের তালিকার জনপ্রিয় বেশ কিছু পেশা, যেমন রেস্তোরাঁ ব্যবস্থাপক, সেলুন ব্যবস্থাপক ইত্যাদি। রাখা হয়েছে স্বাস্থ্য, প্রযুক্তি, নির্মাণসহ বিভিন্ন খাতের চাকরি। সূত্র : ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়