শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১১:৩১ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইমস র‌্যাঙ্কিংয়ে ইরানের বিশ্বসেরা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) নানা দেশের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এবারও সেই তালিকা প্রকাশ করেছে। গেল বুধবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এ ইরানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪’-এ ইরান থেকে ৭৫টি বিশ্ববিদ্যালয় বিশ্বসেরার তালিকায় স্থান পায়। এবার সেখানে দেশটি থেকে ৮৫টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে।

২০২৫ র‌্যাঙ্কিংয়ে ১১৫টি দেশের ২ হাজার ৯২টি বিশ্ববিদ্যালয়কে তালিকাভুক্ত করা হয়। গত বছরের তুলনায় এবার ১৮৫টি নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে র‌্যাঙ্কভুক্ত করা হয়েছে।

শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি বৈশ্বিকভাবে ৩০১-৩৫০ অবস্থান নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে।

আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বৈশ্বিকভাবে ৩৫১-৪০০ অবস্থান) দ্বিতীয় স্থানে রয়েছে।

 কেরমানশাহ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স এবং ইউনিভার্সিটি অব তেহরান বৈশ্বিকভাবে ৪০১-৫০০ অবস্থান সহ তৃতীয় স্থানে রয়েছে।

বাবল নশিরভানি ইউনিভার্সিটি অব টেকনোলজি, শিরাজ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং তেহরান ইউনিভার্সিটি অব টেকনোলজি বৈশ্বিকভাবে ৬০১-৮০০ অবস্থানসহ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে।

মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং করে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়