শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট : ০৪ মে, ২০২৪, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা ও বেতনের বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

অপূর্ব চৌধুরী: [২] শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের এ বক্তব্য শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়। 

[৩] ওই পোস্টে শিক্ষামন্ত্রীর বরাতে আরও বলা হয়, শিক্ষার্থী যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত পার করেছে, তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 

[৪] এই পোস্টের কমেন্টে অনেকেই শিক্ষদের মর্যাদা ও বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করে দ্রুত কাজটি শেষ করার অনুরোধ করেছেন। আবার অনেকে প্রশ্ন রেখেছেন এই কাজ শেষ করতে কত সময় লাগবে।

[৫] মো. আমজাদ হোসেন নামে একজন কমেন্ট করেছেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। তবে শিক্ষকদের বেতনভাতা ও অন্যান্য সুবিধাদী অতি দ্রুত বৃদ্ধি করার জোর দাবি জানাচ্ছি। 

[৬] শ্যামল রায় নামে আরেকজন কমেন্ট করেছেন, মাননীয় মন্ত্রী আর কতদিন লাগবে শিক্ষকদের বেতন ও মর্যাদা নিয়ে কাজ শেষ করতে? আমরা আর পারছি না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়