শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৪০ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি ক্যাম্পাসে যৌন নিপীড়নের অভিযোগ বাক্স স্থাপন, কমিটি পুনর্গঠন 

অপূর্ব চৌধুরী, জবি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুর ঘটনায় ১৯ মার্চ বিভাগের পক্ষ থেকে আয়োজিত শোক সভায় ক্যাম্পাসে যৌন নিপীড়নের অভিযোগ বাক্স বসাতে তাৎক্ষণিকভাবে ছাত্রকল্যাণ পরিচালককে নির্দেশ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। যার প্রেক্ষিতে সেদিনই বিভিন্ন স্থানে মোট পাঁচটি নতুন বাক্স স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উভয়েই সংশ্লিষ্ট ঘটনায় অভিযোগ জমা দিতে পারবেন। বাক্সগুলোর চাবিও উপাচার্যের কাছে জমা রয়েছে। 

[৩] এর আগে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিতে গত দুই বছরের বেশি সময়ে অভিযোগ এসেছে মাত্র দুটি। একটির তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে কমিটি। অপরটির তদন্ত চলছে বলে জানা গেছে। 

[৪] সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের ৯৩তম সিন্ডিকেট সভায় যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে সাত সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ১২ডিসেম্বর সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হলেও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদকৃত তথ্য উপস্থাপন করা হয়।

[৫] বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস জুড়ে নতুন করে অভিযোগ বাক্স স্থাপনের উদ্যোগ প্রশংসার দাবিদার। তবে কেবল অভিযোগ বাক্স স্থাপনের মধ্যেই বিষয়টি যেন সীমাবদ্ধ না থাকে। বিগত সময়ে যৌন নিপীড়নের অভিযোগ করার পরেও সেগুলোর নিষ্পত্তি কিংবা তদন্তের প্রতিবেদন জমা হওয়ার পর দ্রুততম সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘটনা আমরা দেখিনি। তবে বর্তমান উপাচার্য এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন। যার ফলে আমরা আশাবাদী যৌন নিপীড়নের অভিযোগগুলো আর চাপা পড়ে থাকবে না।

[৬] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. জি এম আল-আমীন বলেন, শিক্ষার্থীদের জন্য কমফোর্টেবল জোনেই বাক্সগুলো দেওয়া হয়েছে। উপাচার্য মহোদয় নিজেই বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

[৭] সার্বিক বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন,আমাদের দুইজন নারী সহকারী প্রক্টর আছেন। তাদেরকে জোন ভাগ করে দেওয়া হবে। বাক্সগুলো তারা চেক করবেন। প্রতিমাসে চেক করা হবে সেগুলো। আপাতত ঈদের পর বাক্সগুলো খুলবো।  অভিযোগগুলো আমার কাছেই প্রথমে নিয়ে আসা হবে। প্রতিটি অভিযোগের বিষয়েই করণীয় গ্রহণ করা হবে।

[৮] তিনি বলেন, আরও কিছু যৌন হয়রানির অভিযোগ তদন্ত শেষ হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করে যথাযথ ব্যবস্থা নিব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়