জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস।
[৩] শুক্রবার (০৮ মার্চ) বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা যায়।
[৪] এর পূর্বে গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশেও বিষয়টি জানানো হয়।
[৫] অফিস আদেশে বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ-এর চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ গত ৬ মার্চ শেষ হওয়ায় অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস আগামী তিন বছর বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
প্রতিনিধি/একে