শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৯:২৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি পণ্যের শুল্ক কমালে এফ-কমার্স ব্যবসায়ে বিশাল ধ্বস নামবে: উই

মাজহারুল মিচেল: উইমেন এন্ড ই-কমার্সের (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা সোমবার (৫ জুন) আমাদের নতুন সময়কে জানায়, বিদেশি পণ্যের শুল্ক কমালে এফ-কমার্স ব্যবসায়ে বিশাল ধ্বস নামবে। এমনকি অনেক নারী ব্যবসায়ীকে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতেও হতে পারে।

ফেইসবুক ভিত্তিক ইলেকট্রনিক কমার্স বা এফ কমার্সের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন উইয়ে এই মুহুর্তে প্রায় ৪.৫ লাখ ক্ষুদ্র নারী ব্যবসায়ী আছে। আর অফিসিয়াল ফেইসবুক গ্রুপে মেম্বার রয়েছেন প্রায় ১৪ লাখ। এর সংখ্যা দিন দিন বাড়ছে বলে উইয়ের পরিচালক ইনামা জ্যোতি আমাদের নতুন সময়কে জানিয়েছেন।

তিনি জানান, এ সংগঠনের অধীনে যারা আছেন তাদের বেশিরভাগই দেশিয় হস্তশিল্পের সঙ্গে যুক্ত। পরিবারের সকল সদস্যের দৈনন্দিন খাবার থেকে শুরু করে জামা-কাপড়, আসবাব পত্রসহ সকল বিষয়েই উইয়ের ক্ষুদ্র নারীরা কাজ করে যাচ্ছেন।

উই সভাপতি নাসিমা আক্তার নিশা জানান, প্রতি মাসে তাদের প্লাটফর্ম থেকে প্রায় ৫ কোটি টাকার দেশিয় হস্তশিল্পের পণ্য বেচা-কেনা হয়। এর কারণ হিসেবে তিনি জানান, বিদেশি পণ্যের দাম বেশি হওয়ায় মানুষ দেশিয় পণ্যের প্রতি বেশি ঝুকে।

তিনি বলেন, এখন যদি বিদেশি পণ্যে শুল্ক কমে যায় তাহলে এর দামও কমে যাবে। মানুষ বিদেশি পণ্যের মান যাচাই না করেই ঐ দিকে ঝুকবে। এতে বিপাকে পড়বে হাজার হাজার ক্ষুদ্র নারী ব্যবসায়ীরা।

নিশা আরও জানান, আমাদের দেশিয় পণ্যের একটি জোয়ার চলছে। আমাদের অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। দেশিয় পণ্যের একটি মার্কেটপ্লেস আমরা যেমন তৈরি করতে পেরেছি তেমনি এর চাহিদাও দিন দিন বাড়ছে। 

তিনি বলেন, বর্তমান প্রস্তাবিত বাজেটটি পাশ হলে দেশি পণ্যের জোয়াড় থেমে যাবে। ভেঙ্গে যাবে এই মার্কেট। স্থানীয় শিল্প উন্নয়নে বাধা প্রাপ্ত হবে। 

এসব উদ্যোক্তাদের দিকে খেয়াল করে, দেশিয় পণ্যের বাজারে চাহিদাটাকে ধরে রাখার জন্য বিদেশি পণ্যের উপরে এই শুল্ক বৃদ্ধি করারও অনুরোধ জানান তিনি। সম্পাদনা: জেরিন আ‘হমেদ

এমএম/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়