শিরোনাম
◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ১১:৩৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৩, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন সাইফুল ইসলাম

মনজুর এ আজিজ: শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন এম এম সাইফুল ইসলাম। এর আগে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। 

সাইফুল ইসলাম ১৯৭৩ সালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি সেন্টিনিয়্যাল কলেজ, টরন্টো, কানাডা থেকে পেশাদার আর্থিক পরিকল্পনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৯৮ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৫ বছরের অধিক ব্যাংকিং ক্যারিয়ারে তিনি তিনটি বৃহৎ ও স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।

বিনিয়োগ ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনায় অভিজ্ঞ এমএম সাইফুল ইসলাম পেশাগত জীবনে ব্যাংক এশিয়া ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশে ও দেশের বাইরে অনুষ্ঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। সম্পাদনা: তারিক আল বান্না

এমএএ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়