শিরোনাম
◈ অনাস্থা ভোটে পদ হারালেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি  ◈ ফের আইএমএফ দল ঢাকায়, ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় পর্যালোচনা হবে ◈ রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ টোল আদায়ের সময় হাতাহাতি, দৌড়ে পালাতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু ◈ দেশবিরোধী অপপ্রচার রোধে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি বন্ধ করুন: ১৯ সাংবাদিক সংগঠন ◈ প্রতিহিংসা পরায়ণ খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার মহানুভবতা নজিরবিহীন: তথ্যমন্ত্রী ◈ আর স্যাংশন আসবে না, তলে তলে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের ◈ ভিসা ছাড়াই বাংলাদেশিরা ওমরাহ করতে পারবেন: রাষ্ট্রদূত

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৮:১৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন থেকে অনলাইনে কেনা যাবে টাটা স্পেয়ার পার্টস 

মনজুর এ আজিজ: দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মটরস নিয়ে আসছে অনলাইন ভিত্তিক বিক্রয় সেবা ইদোকান (edukan). এর মাধ্যমে টাটা গাড়ির গ্রাহকরা তাদের প্রয়োজনীয় স্পেয়ার পার্টসগুলো https://www.nitoltata-edukan.com/ থেকে অর্ডার করতে পারবেন। এ উপলক্ষ্যে রাজধানীর মহাখালীতে নিটল নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেংকেটেস আলবাল (রিজিওনাল ম্যানেজার, কাস্টমার কেয়ার, টাটা মটরস), সুমিত রায় (ডেপুটি জেনারেল ম্যানেজার, আইবি -কলকাতা, কান্ট্রি কাস্টমার কেয়ার -বাংলাদেশ,টাটা মটরস), নিটল মটরস লিমিটেডের ডিরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ আবদুল মতিন (অবঃ), ফাইন্যান্স ডিরেক্টর মুহাম্মাদ সেলিম, সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ।

অনুষ্ঠানে জানানো হয়, নিটল মটরস স্পেয়ার পার্টস ডিভিশনের জন্য এই অনলাইন সেবার প্লাটফর্মটি থেকে পেমেন্ট করার ব্যবস্থা করে দেবে সূর্যপে (ঝঐটজঔঙচঅণ) পেমেন্ট গেটওয়ে কোম্পানি। ফলে ক্রেতাদের বিকাশ/নগদ/এম ক্যাশসহ নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।  

এ প্রসঙ্গে নিটল-নিলয় গ্রুপের স্পেয়ার পার্টস ডিভিশনের হেড এস এ এইচ ইসমাইল বলেন, সূর্যপে এর মাধ্যমে এই অনলাইন পেমেন্ট ব্যবস্থা টাটার স্পেয়ার পার্টস ক্রয়ে নতুন মাধ্যমের সূচনা করবে এবং গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়