শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৩:২৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিম বেচেই লালে লাল ক্যাল মেইন ফুডস, মুনাফা ৭১৮%

রাশিদ রিয়াজ : মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ডিম উৎপাদনকারী কোম্পানি ক্যাল মেইন ফুডস ডিম বেচে বিশাল মুনাফা করেছে। শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার মূল্যস্ফীতি হয়েছে ৬.৭ শতাংশ। বাজারে ব্যবসা বেড়েছে ২৯০ শতাংশ। কোভিড মহামারীর পরের বছরে অর্থাৎ গত বছর কোম্পানিটি রেকর্ড ১.১ বিলিয়ন ডজন ডিম বিক্রি করেছে। একই বছর কোম্পানির আয় ৩০ শতাংশ বৃদ্ধি হয়েছে যা অর্থের মূল্যে ১.৮ বিলিয়ন ডলার। মুনাফা বৃদ্ধি পেয়েছে ৭১৮ শতাংশ। রাজস্ব আয় দ্বিগুণ বেড়েছে। সিএনএন/ইনভেস্টরসডটকম

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাল মেইন ফুডস যুক্তরাষ্ট্রে ডিমের বাজারের ২০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। এবছর প্রথম ত্রৈমাসিকে তাদের বিক্রীত আধা ডজন ডিমের দাম ছিল ৩ দশমিক ৩০ ডলার, যা তার আগের বছরের একই সময়ের গড় দামের দ্বিগুণের বেশি। সে বছর ডিমের গড় দাম ছিল প্রতি ডজন গড়ে ১ দশমিক ৬১ ডলার।

যুক্তরাষ্ট্রের বাজারে এবছর ফেব্রুয়ারিতে খুচরা ডিমের দাম ৬.৭% কমেছে কিন্তু সর্বশেষ ভোক্তা মূল্য সূচক অনুসারে, গত বছরের একই সময়ের তুলনায় তা ৫৫.৪% বেশি ছিল। ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তথ্য অনুসারে, এভিয়ান ফ্লু-এর কারণে ডিমের দাম বেড়ে যায়। এবছর ডিমের দাম আরো ২৯.৬% বৃদ্ধি পাবে। গত সপ্তাহে, প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ৪.৯৬ ডলার যা আগের সপ্তাহের তুলনায় ৯৬% বেশি। এটি এবছর এখন পর্যন্ত সর্বোচ্চ গড় মূল্য। যুক্তরাষ্ট্রের ৪৭টি রাজ্যে মুরগি এবং টার্কির পালের মাধ্যমে এভিয়েন ফ্লু ছড়িয়ে পড়েছে যা প্রথম দেখা গিয়েছিল ইন্ডিয়ানাতে। ২২শে মার্চ পর্যন্ত, ৫৮ মিলিয়নেরও বেশি মুরগী এভিয়েন ফ্লুতে আক্রান্ত হওয়ার পর অসুস্থগুলোকে মেরে ফেলা হয়েছে। এর ফলে ডিম ও মাংসের চাহিদার বিপরীতে ঘাটতি তৈরি হয় এবং ডিমের বাজার মূল্য বেড়ে যায়। গত বছর এভিয়ান ফ্লুর সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের অনেক খামারে হাজার হাজার মুরগি মেরে ফেলতে হলেও ক্যাল মেইনের খামারে এভিয়ান ফ্লু ধরা পড়েনি। তবে সাত গুণের বেশি মুনাফা করলেও গত বছর ক্যাল মেইনের ডিম বিক্রি বেড়েছে মাত্র ১ শতাংশ। এতে তাদের সামগ্রিক রাজস্ব ১০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৭ কোটি ডলার। কিন্তু তাদের রাজস্ব বৃদ্ধির এ হার মুনাফা বৃদ্ধির চেয়ে অনেক কম। নিট আয় ৩ কোটি ৯৫ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩২ কোটি ডলার। 

গত বছর যুক্তরাষ্ট্রে ডিমের মূল্যবৃদ্ধির বিষয়টি রাজনীতিবিদদের সমালোচনার শিকার হয়েছে। এ বাস্তবতায় দেশটির সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও কেটি পোর্টার ক্যাল মেইনের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পরিবারগুলো পাতে খাবার নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। সে জন্য তাদের জানা উচিত, ডিমের এই মূল্যবৃদ্ধি সরবরাহ কমে যাওয়ার কারণে, নাকি করপোরেট জগতের অনিয়ন্ত্রিত মুনাফার কারণে।’

২০২০ সালে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে রাতারাতি প্রযুক্তি কোম্পানির ব্যবসা ফুলেফেঁপে ওঠে। সে বছর রেকর্ড মুনাফা করে তারা। এরপর ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রেকর্ড মুনাফা করে বিশ্বের বড় বড় জ্বালানি কোম্পানিগুলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর খাদ্যের দামও অনেকটা বেড়েছে। ২০২২ সালের প্রথম ছয় মাস জাতিসংঘের খাদ্যমূল্য সূচক রেকর্ড উচ্চতায় ওঠে। যদিও খাদ্য প্রস্তুতকারক কোম্পানিগুলোর মুনাফার চিত্র এত দিন সাধারণের জানার বাইরেই ছিল। এবার তার একটি নমুনা পাওয়া গেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়