শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ১০:০৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে ৯ এপ্রিল থেকে নতুন নোট 

মনজুর এ আজিজ: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ব্যাংকগুলোর মাধম্যে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৯ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ। বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছুটির দিন ছাড়া  অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করতে পারবেন।

ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে: এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি. বাবু বাজার শাখা, পূবালী ব্যাংক লি. সদরঘাট শাখা, জনতা ব্যাংক লি. আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক লি. জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, রূপালী ব্যাংক লি. স্থানীয় কার্যালয়, এক্সিম ব্যাংক লি. মতিঝিল শাখা, সোনালী ব্যাংক লি. রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংক লি. বাসাবো শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি. নন্দীপাড়া শাখা, এনসিসি ব্যাংক লি. মালিবাগ শাখা, অগ্রণী ব্যাংক লি. রামপুরা টিভি শাখা, এবি ব্যাংক লি. প্রগতি সরণী শাখা, প্রিমিয়ার ব্যাংক লি. বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংক লি. বনানী শাখা, ব্যাংক এশিয়া লি. বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংক লি. গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংক লি. মহাখালী শাখা, সাউথইস্ট ব্যাংক লি. কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক লি. বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংক লি. এ্যালিফেন্ট রোড শাখা, ডাচ-বাংলা ব্যাংক লি. নিউমার্কেট শাখা। 

ব্যাংক এশিয়া লি. ধানমন্ডি শাখা, সাউথইস্ট ব্যাংক লি. মোহাম্মদপুর শাখা, ব্র্যাক ব্যাংক লি. শ্যামলী শাখা, সোনালী ব্যাংক লি. জাতীয় সংসদ ভবন শাখা, ডাচ-বাংলা ব্যাংক লি. মিরপুর শাখা, এক্সিম ব্যাংক লি. মিরপুর শাখা, দি সিটি ব্যাংক লি. বেগম রোকেয়া সরণী শাখা, জনতা ব্যাংক লি. রজনীগন্ধা, (সাবেক কচুক্ষেত কর্পোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংক লি. এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান। 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. গাউসুল আযম এভিনিউ শাখা, রূপালী ব্যাংক লি. উত্তরা মডেল টাউন কর্পো: শাখা, সোনালী ব্যাংক লি. কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক লি. নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লি. শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. কাচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক লি. নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি. সাভার শাখা, সাভার ও ট্রাস্ট ব্যাংক লি. কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়