শিরোনাম
◈ জুয়ার নেশায় ভারতীয় ক্রিকেট বোর্ড  অফিস থেকে ২৬১‌টি জার্সি চুরি, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী ◈ কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা আসবে: আসিফ নজরুল (ভিডিও) ◈ নতুন সংকট ভুয়া সমন্বয়ক: দুদক চেয়ারম্যান ◈ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি: কড়াকড়ি বজায়, সুদহার পরিবর্তন নেই ◈ উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য কমিশনে উত্তপ্ত বিতর্ক-উত্তেজনা, ‘দুঃখিত’ বলার পর শান্ত হলেন এনসিপি নেতারা ◈ ‘সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখন পর্যন্ত’ ◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয়

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৯:১৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিএমইএর সঙ্গে কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড উদ্বোধন করলো ইবিএল

মনজুর এ আজিজ: বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লি. (ইবিএল) এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভিসার সহযোগিতায় কো-ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। শুধুমাত্র বিজিএমইএর জন্য ডিজাইনকৃত এই কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে সংস্থাটির এমপ্লয়ী এবং সদস্য সংগঠনগুলো অধিকতর নিরাপদ এবং সুবিধাজনক পেমেন্ট অপশনসহ আর্থিক সমাধান পাবেন।

ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, বিজিএমইএর সঙ্গে পার্টনারশীপ আমাদের জন্য আনন্দের ও সম্মানের। আমরা একটি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন কো-ব্র্যান্ড কার্ড উদ্বোধন করেছি, যা বাংলাদেশ এবং এর বাইরে কার্ডে লেনদেনকে সহজতর করবে। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ইবিএল-এর সঙ্গে আমাদের সহযোগিতার ভিত্তি সর্বদাই যথেষ্ট দৃঢ় এবং এই নতুন অফারটির মাধ্যমে আমাদের সহযগিতার পরিধি আরো বৃদ্ধি করতে পেরে আমরা আনন্দিত। ইবিএল-এর সঙ্গে পার্টনারশীপ অব্যাহতভাবে আরো সুদৃঢ় করতে আমরা অঙ্গীকারবদ্ধ, এতে উদ্ভাবনী সমাধানের মাধ্যমে আমদের সদস্যদের জন্য অধিক ভ্যালু যুক্ত করা সম্ভব হবে। 

নতুন এই কো-ব্র্যান্ড কার্ডটির দুটি ভ্যারিয়ান্ট রয়েছে- প্লাটিনাম এবং সিগনেচার। কার্ডের সঙ্গে বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে, যেমন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চটগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইবিএল স্কাইলাউঞ্জে বিনামূল্যে সেবা গ্রহণ। কার্ডধারীরা ইচ্ছা করলে কোন ইস্যু ফি ছাড়াই প্রায়োরিটি পাস কার্ড পাবেন, যার মাধ্যমে তারা বিশ্বের ১২০টি দেশের ১,১০০ এর অধিক এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার পাবেন। শত শত লাইফস্টাইইল, শপিং, ডাইনিং আউটলেটে বিশেষ ডিসকাউন্ট ছাড়াও ঢাকার জনপ্রিয় ও অভিজাত রেস্টুরেন্টগুলোতে প্রায়শই একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার উপভোগ করা যাবে। 

প্রতিটি ইস্যুকৃত প্রাইমারি কার্ডের সঙ্গে সৌজন্যমূলক দুটি কমপ্লিমেন্টারি কার্ড পাবার সুযোগ রাখা হয়েছে। গ্রাহকদের তাৎক্ষণিক প্রয়োজনে ইস্টার্ণ ব্যাংকের ২৪/৭ কলসেন্টার সার্বক্ষনিক সেবা প্রদান করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়