শিরোনাম
◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৮:২৫ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে বিশেষ সুবিধা পাবে না বাংলাদেশ

কান্তি ঘোষ

আমিনুল ইসলাম: বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে ‘ স্পেশাল ও  ডিফারেনশিয়াল’  সুবিধা পাবে না। তাই আমাদের গ্রাজুয়েশন পরবর্তী সময়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করতে হবে । 

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ এর উদ্যোগে আয়োজিত ‘গ্রাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের জন্য বাণিজ্য পদ্ধতির সহজীকরণ ও কাস্টম আধুনিকীকরণ বিষয়ক ভ্যালিডেশন’ শীর্ষক কর্মশালায় একথা বলেন।  

বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা, ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে বিএফটিআই এর সম্মেলন কক্ষে উক্ত গবেষণার উপর এই ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিএফটিআই পরিচালক  মো. ওবায়দুল আজমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের  ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব  নুসরাত জাবীন বানু এনডিসি,  বিআরসিপি-১ প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান সভায় উপস্থিত ছিলেন। সভার ড. মো. জাফর উদ্দীন বলেন, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করার জন্য বাণিজ্য সহজীকরণ ও ব্যবসার পরিচালনা ব্যয় হ্রাস করা প্রয়োজন।  এছাড়া উপস্থিত পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, বিএফটিআই ডব্লিউটিও স্পেশাল অ্যান্ড ডিফারেনশিয়াল ট্রিটমেন্ট (এস অ্যান্ড ডিটি) ও  গ্রাজুয়েট চ্যালেঞ্জ" এবং "বাণিজ্য পদ্ধতির সরলীকরণ: কাস্টম আধুনিকীকরণ ও ব্যবসা সহজীকরণ’ শীর্ষক এ গবেষণা কার্যক্রমটি পরিচালনা করছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়