মাজহার মিচেল: রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের অর্থনৈতিক বোঝা উল্লেখ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান এ মন্তব্য করেন।
এ ব্যাপারে নীতিনির্ধারকদের অবশ্যই বিকল্প চিন্তা করতে হবে এবং বাস্তবসম্মত সমাধান তৈরি করারও তাগিদ দেন।
লেকচার ক্লাবের এর উদ্যোগে মঙ্গলবার রাতে রাজধানীর এক কনভেনশন সেন্টারে আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সংকট: ভবিষ্যৎ পুনঃনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন রোহিঙ্গা শরণার্থীরা শুধু আসছেই আর আসছেই, এর কোনো শেষ হচ্ছে না।
অন্যান্যের মধ্যে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান ওবিই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদেশি ও অবসরপ্রাপ্ত কূটনীতিক, অবসরপ্রাপ্ত বেসামরিক ও সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক ও গবেষকরা উপস্থিত ছিলেন।
এমএম/এসএ