রাশিদ রিয়াজ : ইরান চলতি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) বিশ্বের ৩৮টি দেশে কয়লা রপ্তানি করেছে।
ইরানের খনি ও খনিজ শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থার (আইএমআইডিআরও) তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), আফগানিস্তান, ভারত এবং চীনের মতো দেশগুলিতে সর্বাধিক পরিমাণ কয়লা রপ্তানি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মূল্য হিসেবে বিদেশে কয়লা রপ্তানির মাসিক পরিমাণ ২৩ মিলিয়ন ডলার।
দেশটির মাসিক কয়লা রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার টমন।
বিশেষজ্ঞরা আশা করছেন, ইরানের কয়লা রপ্তানি আগামী মাসগুলিতে উল্লেখযোগ্য বাড়বে। সূত্র: মেহর নিউজ।