শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২২, ১২:১১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২২, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহতাবুর রহমান এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

মোহাম্মদ মাহতাবুর রহমান

ওবায়দুল হক মানিক: মোহাম্মদ মাহতাবুর রহমান এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। ২১ জুলাই ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪২তম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।

প্রতিথযশা ব্যবসায়ী রহমান ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০১২-২০২০ টানা ৯ বার সিআইপি (এনআরবি) নির্বাচিত হন।

এছাড়াও সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ২০১৩-২০২০ পরপর ৭ বার বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক বেস্ট রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন।

তিনি প্রথম প্রবাসী বাংলাদেশি হিসাবে সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ড কার্ড ভিসা অর্জন করেছেন।

প্রতিথযশা ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান ১৯৭০ সালে সৌদি আরবের মক্কায় তাঁর পারিবারিক ব্যবসা ‘আল হারামাইন পারফিউমস’-এর মাধ্যমে ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করেন।

তিনি বর্তমানে আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কম্পানিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাই ও এনআরবি সিআইপি এ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও আবুধাবিস্ত শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের অন্যতম স্পন্সর।

এছাড়াও রহমান আল হারামাইন চা কোম্পানি লিমিটেড ও আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান।

তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক ও বিয়ানিবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়