শিরোনাম
◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে ◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফায় চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর ২০২৫ সালে সব খরচ বাদ দিয়ে ৩ হাজার ১৪২কোটি ৬৮ লাখ টাকা লাভ করেছে; যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

ভ্যাট ও কর-বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা জমা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ; এটাও গত পাঁচ বছরের হিসেবে সর্বোচ্চ।

চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২১ সাল থেকে রাজস্ব আয় ধারাবাহিকভাবে বেড়েছে। সেবার মান অক্ষুণ্ন রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার কারণে ২০২৪ সাল থেকে উদ্ধৃত্তের পরিমাণ বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে উদ্বৃত্ত রাজস্বের পরিমাণ গত পাঁচ বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।”

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বন্দর কর্তৃপক্ষ আয় করেছে ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ২ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে এক পঞ্জিকা বছরে লাভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৪২ কোটি ৬৮ লাখ টাকা।

আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি, বেড়েছে ব্যয়ও

২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ পঞ্জিকাবর্ষে বন্দরের রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে গড়ে ১৩ দশমিক ০৮ শতাংশ।

এ বিবেচনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য সবচেয়ে ভালো সময় ছিল ২০২৪ সাল। ওই বছর প্রবৃদ্ধি হয়েছিল ২১ দশমিক ৮৮ শতাংশ।

   বছর

আয়

ব্যয়

 
২০২১

৩,৩৬১ কোটি ৫৯ লাখ টাকা

১,৭২৮ কোটি ৩৩ লাখ টাকা ১,৬৩৩ কোটি ২৬ লাখ টাকা
২০২২ ৩,৫৬৯ কোটি ৩৪ লাখ টাকা ১,৮৩৫ কোটি ১৪ লাখ টাকা ১,৭৩৪ কোটি ২০ লাখ টাকা
২০২৩ ৪,১৬৫ কোটি ১৯ লাখ টাকা ২,০২২ কোটি ৮ লাখ টাকা ২,১৪৩ কোটি ১১ লাখ টাকা
২০২৪ ৫,০৭৬ কোটি ৭৫ লাখ টাকা ২,১৫৩ কোটি ৫৮ লাখ টাকা ২,৯২৩ কোটি ১৭ লাখ টাকা
২০২৫ ৫,৪৬০ কোটি ১৮ লাখ টাকা ২,৩১৭ কোটি ৫০ লাখ টাকা ৩,১৪২ কোটি ৬৮ লাখ টাকা

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ব্যয় গড়ে ৭ দশমিক ৫৯ শতাংশ হারে বেড়েছে। এই সময়ে বন্দরের লাভ বেড়েছে গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ হারে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন মো. ওমর ফারুক বলেন, “বন্দর কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ব্যয় বন্ধের নীতি কঠোরভাবে পরিপালন করায় গত দুই বছর ধরে রাজস্ব ব্যয়ের প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে রাখা সম্ভব হয়েছে।”

৫ বছরে রাষ্ট্রীয় কোষাগারে ৭৫৮০ কোটি টাকা

প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগারে বড় অঙ্কের অর্থ জমা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ভ্যাট, ট্যাক্স ও কর-বহির্ভূত আয় হিসেবে এই অর্থ জমা দেয় তারা।

২০২৫ পঞ্জিকাবর্ষে কর, ভ্যাট ও কর-বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ কোটি টাকা জমা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ; যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ বেশি।

এর আগে ২০২৪ সালে ১ হাজার ৭১১ কোটি ৭৫ লাখ টাকা, ২০২৩ সালে ১ হাজার ৫১৯ কোটি ৩৫ লাখ টাকা, ২০২২ সালে ১ হাজার ৩৫৯ কোটি ৫৯ লাখ টাকা এবং ২০২১ সালে ১ হাজার ১৮৫ কোটি ৪ লাখ টাকা সরকারের কোষগারে জমা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এই পাঁচ বছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে মোট ৭ হাজার ৫৮০ কোটি ২০ লাখ টাকা।

এর মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৫৫৩ কোটি ৮ লাখ টাকা জমা দেওয়া হয়েছে হিসেবে। আর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ জমা দেওয়া হয়েছে ৩ হাজার ৪২৭ কোটি ১২ লাখ টাকা।

এর বাইরে কর-বহির্ভূত আয় (এনটিআর) হিসেবে গত পাঁচ বছরে রাষ্ট্রীয় কোষাগারে মোট ৬০০ কোটি টাকা জমা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়