শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য ৩০ বছরের জন্য এপি মুলার ফাউন্ডেশনকে অপারেটর নিয়োগ দেওয়ার চুক্তি করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, পিপিপির ভিত্তিতে এই টার্মিনাল পরিচালনা করবে বিদেশি কোম্পানি। তারা শুধু অপারেটর হিসেবে কাজ করবে। বাকি সব কিছু বাংলাদেশ করবে। সাইনিং মানি হিসেবে এপিএম বাংলাদেশকে প্রায় ২৫০ কোটি টাকা দেবে।

তিনি বলেন, 'এপিএম টার্মিনালস আমাদের সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি কাজ নিচ্ছে। আমরা তাদের একটা খোলা ময়দান দিচ্ছি। সেখানে তারা টার্মিনাল নির্মাণ করবে, জেটি নির্মাণ করবে, তারপর তারা পুরোটা পরিচালনা করবে। এখানে মালিকানা পুরোটাই থাকছে বন্দরের হাতে। তারা আমাদের জায়গার ওপরে নিজেরা একটা টার্মিনাল করবে এবং ৩০ বছর পরে এটার একটা সময় বর্ধিত করার সুযোগ আছে। যদি তারা কেপিআই সঠিকভাবে ব্যবস্থাপনা করে তাহলে সময় বাড়ানো হবে। নাহলে পুরোটা আমাদের কাছে হস্তান্তর করে দেবে।'

এই প্রকল্পে এপিএম টার্মিনালসের প্রায় ৫৫০ মিলিয়ন ডলারের (৬ হাজার ৭০০ কোটি টাকা প্রায়) মতো খরচ হবে উল্লেখ করে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এই পুরো টাকাই তারা (এপিএম টার্মিনালস) দেবে, বাংলাদেশ সরকারের কোনো খরচ হবে না। সুতরাং এই পুরো অর্থ আগামী তিন বছরে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হিসেবে ঢুকবে।

'আমরা আশা করছি লালদিয়া টার্মিনাল একটা বিশ্বমানের প্রযুক্তির সহায়তায় তৈরি হবে এবং আমাদেরকে বিশ্বমানের সেবা দিতে পারবে', যোগ করেন তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়