চলতি অর্থবছরের বাজেটে আমদানি-রপ্তানি শুল্ক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে দেশি শিল্পের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানিতে শুল্কের চাপ কমাতে এই উদ্যোগ নেয়া হয়। এতে রাজস্ব আদায় বৃদ্ধির সম্ভাবনা দেখছে সরকারি সংস্থাটি।
এনবিআর জানায়, প্রজ্ঞাপন জারি করে ১০৭টি পণ্যের কাস্টমস ডিউটি ও ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। আরও প্রায় ৫শ’টি পণ্যে এ দুটি শুল্ক কমানো হয়েছে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার ভ্যালুয়েশন চুক্তির আলোকে ১৮টি পণ্যের ন্যূনতম মূল্যহার যৌক্তিকীকরণ করা হয়েছে। সয়াবিন তেলের ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। আর পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি ৫শ’ টাকা শুল্ক কমানো হয়েছে।
আমদানিতে উল্লেখযোগ্য হারে সুবিধা দেয়া হচ্ছে ম্যানমেইড ফাইবার তৈরির উপকরণ, সংবাদপত্র শিল্পের নিউজপ্রিন্ট, পেট্রোলিয়াম পণ্য, মূলধনি যন্ত্রপাতি, হিমাগারের যন্ত্রপাতি, ওষুধ শিল্পের কেমিক্যাল ও সরঞ্জাম এবং হাসপাতালের সরঞ্জাম রয়েছে।
মাত্র ১ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করা যাবে কোল্ড স্টোরেজের সব ধরনের যন্ত্রপাতি। পেট্রোলিয়াম পণ্যের শুল্কহার কমিয়ে ৩ ও ৬ শতাংশ নির্ধারণ, যা আগে ছিল ৫ ও ১০ শতাংশ। উৎস: চ্যানেল24