শিরোনাম
◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের স্থিতিশীলতা ও মুদ্রানীতির কড়াকড়িতে মূল্যস্ফীতি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর

মূল্যস্ফীতি বাজেটে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কমবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, 'মূল্যস্ফীতি ৮ শতাংশে কমিয়ে আনা হয়েছে এবং গড় মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে ধরে রাখার কথা বলা হয়েছে। আমি মনে করি মূল্যস্ফীতি আরও বেশি কমা উচিত।'

মঙ্গলবার (৩ জুন) বেলা ৩টায় অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'মূল্যস্ফীতির বড় একটা  চ্যালেঞ্জ এক্সচেঞ্জ রেট,  যা ইতোমধ্যে অনেকাটা অতিক্রম করেছি। অনেক দিন ধরে টাকাপ্রতি ডলারর দাম ১২২-১২৩ টাকার মধ্যে আছে।  এটা আমাদের জন্য স্বস্তি।

আহসান এইচ মনসুর বলেন, খাদ্য মূল্যস্ফীতি ডাবল ডিজিট থেকে এখন ৮.৫ শতাংশে নেমে এসেছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ১১.৫ শতাংশ থেকে সোয়া ৯ শতাংশ হয়েছে। এটা আরও কমবে বলে আশা করি।

তিনি বলেন, আন্তজাতিক বাজারে  তেল-গ্যাসের দাম আর বাড়বে না।  বিশ্ববাজারে  আমাদের রপ্তানি সক্ষতা অনেক বেড়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি টাইট করে রেখেছে। এসব উদ্যোগে মূল্যস্ফীতি আর বাজেটে যে লক্ষ্য দেওয়া হয়েছে, তার চেয়ে কমে আসবে।

রাজস্ব নীতিতে কোনো প্রতিষ্ঠানকে এবারের বাজেটে সুবিধা দেওয়া হয়নি

একই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাজস্ব নীতিতে কোনো প্রতিষ্ঠানকে এবারের বাজেটে সুবিধা দেওয়া হয়নি।

তিনি বলেন, আগের সরকারের সময় কোনো কোনো প্রতিষ্ঠান এ সুবিধা দেওয়া হতো। এটাই বাজেটের গুণগত পরিবর্তন। এটা শুরু, আগামীতে অন্যরা আরও এগিয়ে নিয়ে যাবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়