শিরোনাম
◈ জব্বার মণ্ডলের ওপর সত্যিই কি হামলা হয়েছে? যা জানাগেল ◈ সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করা হয়েছে: মির্জা ফখরুল ◈ নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান ◈ ২০২৪ সালে শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ ◈ টেমসসাইড কাউন্সিলে ইতিহাস গড়লেন শিবলী আলম, প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে শপথ ◈ ইশরাককে শপথ না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি, নাগরিক সেবা বন্ধের আল্টিমেটাম আন্দোলনকারীদের ◈ পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেফতার ভারতে ◈ একটা গুলি আমাগো জীবন তছনছ কইরা দিলো, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আরমানের ছেলে-মেয়ের ঠাঁই হলো এতিমখানায় ◈ গাজায় মানবিক বিপর্যয়; সহজ সমীকরণে আমেরিকার অবস্থান কোথায়? ◈ আমি নিজেও সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে? কিন্তু আমার আর কোনও উপায় ছিলো না: ইশরাক

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ০১:২১ রাত
আপডেট : ২১ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

প্লাস্টিক খেলনা পণ্য প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী টয় এক্সপো। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ), বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

শোকেসিং অ্যান্ড সোর্সিং শো অন প্লাস্টিক টয় ইন্ডান্ট্রিজ অব বাংলাদেশ শীর্ষক টয় এক্সপোর উদ্বোধন হবে আগামী ২২ মে। চলবে ২৩ মে পর্যন্ত। মঙ্গলবার (২০মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ।

তিনি বলেন, প্লাস্টিক খাতের খেলনা শিল্পগুলোসহ তাদের সর্বশেষ পণ্যসামগ্রী নিয়ে এই মেলায় অংশগ্রহণ করবেন। দেশি-বিদেশি অতিথি, দেশের প্লাস্টিক সেক্টরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এক্সপো অত্যন্ত প্রাণবন্ত ও কার্যকর হবে। 

সামিম আহমেদ বলেন, প্লাস্টিক খেলনা সেক্টর নন-ট্রাডিশনাল রপ্তানি খাত হিসেবে বড় ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন বয়সের শিশুদের বিনোদনের জন্য খেলনা ব্যবহার করা হয়। দিন দিন বাড়ছে এর চাহিদা। বাংলাদেশের খেলনা এরই মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় পা রেখেছে। প্লাস্টিক খেলনা সেক্টরে ইতোমধ্যে বিনিয়োগ হয়েছে প্রায় ৪৫০০ হাজার কোটি টাকা।

এরই মধ্যে দেশি-বিদেশি উদ্যোক্তারা খেলনা উৎপাদনে বিনিয়োগ বাড়াতে শুরু করেছেন। অর্থনৈতিক অঞ্চল (ইজেড), রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং এর বাইরেও বেশ কয়েকটি রপ্তানিমুখী কারখানা গড়ে উঠেছে। তিনি বলেন, প্লাস্টিক আমাদের জীবনের একটি অংশ। আমরা প্রতিনয়ত এ সেক্টর নিয়ে ভাবছি এবং কাজ করে চলেছি। তাই স্থানীয় বাজার বড় হওয়ার পাশাপাশি রপ্তানিও বাড়ছে। আগামীতে দেশে পেট্রোকেমিক্যাল ইন্ডাষ্ট্রি গড়ে উঠবে।

ইতোমধ্যে বেশ কিছুরিসাইক্লিং ইন্ডাষ্ট্রি গড়ে উঠেছে। অটোমোবাইল এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিকস খাতে প্লাস্টিক ব্যবহার বাড়ছে। ভবিষ্যতে এ সেক্টর চাহিদা অনুযায়ী বিস্তৃত হবে। সেজন্য আমাদেরকে যোগ্যতরভাবে প্রস্তুতি নিতে হবে। অন্যদিকে খেলনা সেক্টর ধীরে ধীরে বড় হচ্ছে। তবে গার্মেন্টস সেক্টর যে ধরণের সুবিধা ভোগ করছে প্লাস্টিক সেক্টর সেরকম সুবিধা পাচ্ছে না। এ সেক্টরের উন্নয়নে সকল সুযোগ সুবিধা প্রদান, ভাল পলিসি এবং তা বাস্তবায়নে সরকারের সমর্থন প্রয়োজন রয়েছে। আগামী দিনের চাহিদা মাথায় রেখেই আমরা অগ্রসর হচ্ছি। তবে বাংলাদেশের প্লাস্টিক টয়েজ খাতের প্রচার ও অগ্রযাত্রায় এই ফেয়ার ব্যাপক অবদান রাখবে বলে আমরা মনে করি। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি কে এম ইকবাল হোসেন, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক, মো. এনামুল হক, মহাসচিব নারায়ন চন্দ্র দে, পরিচালক এ টি এম সাঈদুর রহমান বুলবুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়