শিরোনাম
◈ সরকারের নতুন আয়কর প্রস্তাব: নতুনদের জন্য ছাড়, উচ্চ আয়ের জন্য কর হার বাড়ছে ◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি ◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ◈ জামাতের সঙ্গে ঐক্যে বিতৃষ্ণা: নতুন দল এনসিপি-কে বর্জনের ঘোষণা সংগীতশিল্পী সায়ানের, ভোট না দেওয়ার আহ্বান ◈ অনলাইনে ইলিশ বিক্রির নামে পেইজ খুলে অভিনব প্রতারণা, ৮ প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৯:২৪ রাত
আপডেট : ২৮ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মাসের ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার

চলতি মে মাসের ১৭ দিনে দেশে ১৬১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সংশোধিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, এই সময়ের মধ্যে গড়ে প্রতিদিন ৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের মে মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫১ লাখ ডলার। 

রেমিট্যান্সের উৎসের বিশ্লেষণে দেখা যায়, ৪৯ কোটি ৩৩ লাখ ডলার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে। এর মধ্যে দুটি বিশেষায়িত রাষ্ট্রীয় মালিকানাধীন (কৃষি) ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৯৯ লাখ ডলার। 

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ কোটি ৩০ লাখ ডলার। সব ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ২৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স আহরণ করেছে।

২০২৪  সালের জুলাই থেকে ২০২৫ সালের ১৭ মে পর্যন্ত চলতি ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে বাংলাদেশ রেকর্ড ২ হাজার ৬১৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। যা ২০২৩-২৪ অর্থবছরে প্রাপ্ত রেমিট্যান্সের চেয়ে বেশি। 

প্রবাসীরা ইতোমধ্যেই ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের মধ্যে ২ হাজার ৪৫৪ কোটি ডলার পাঠিয়েছেন।

গত এপ্রিলে ২৭৫ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি ডলার, জুলাইতে ১৯১ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করে চলেছে, যা জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়