শিরোনাম
◈ রেকর্ড রান করেও আমিরাতের কাছে হারল বাংলাদেশ ◈ বায়রার সংবাদ সম্মেলন ঘিরে মারামারি, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ◈ সেই ছাত্রীর সাথে আ'পত্তিকর অবস্থায় ধরা পড়ার ব্যাখ্যা দিলেন শিক্ষক (ভিডিও) ◈ জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও  ◈ ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক নুর (ভিডিও) ◈ এবার নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য! ◈ ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’: রেমিট্যান্সে ৫% কর বসাতে চায় যুক্তরাষ্ট্র, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত ◈ বড় সুখবর পেলেন প্রবাসীরা ভোটার হওয়া নিয়ে  ◈ বিনিয়োগবান্ধব বাজেট আসছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব ◈ রৌমারীতে পাহাড়ি ঢলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বনিম্ন এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়ল ২০২৪-২৫ অর্থবছর

চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষ হতে বাকি আর মাত্র দুই মাস। কিন্তু, এ সময়েও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্ধেক অর্থও ব্যয় করতে পারেনি সরকার।

চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে বরাদ্দের মাত্র ৪১ দশমিক ৩১ শতাংশ, যা এযাবৎকালের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন। আজ সোমবার (১৯ মে) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগের ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৪৯ দশমিক ২৬ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে এ হার ছিল ৫০ দশমিক ৩৩ শতাংশ।

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে সরকারের উন্নয়ন বরাদ্দের ব্যয় এর আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ৩১ হাজার ৮৯০ কোটি টাকা কম হয়েছে।

সংশোধিত এডিপি বরাদ্দের ৯৩ হাজার ৪২৪ কোটি টাকা ব্যয় হয়েছে এসময়ে। গত অর্থবছরের একই সময়ে সংশোধিত এডিপি থেকে ব্যয় করা হয়েছিল ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি টাকা। 

সরকারের এই এডিপি বাস্তবায়নের হার যেকোন অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে কোনো অর্থবছরে এত কম এডিপি বাস্তবায়ন দেখা যায়নি। আইএমইডির ওয়েবসাইটে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত তথ্য রয়েছে।

চলতি অর্থবছরের জন্য সংস্থার নিজস্ব অর্থায়নসহ সংশোধিত এডিপিতে ২ লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়