শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতিও কমেছে

গত এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মার্চ মাসের তুলনায় আরও কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। সোমবার (৫ মে) এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ৯ দশমিক ১৭ শতাংশ হয়েছে, গত মার্চ মাসে যেটি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।

কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ। মার্চ মাসে যেটি ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে মার্চ মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭০ শতাংশ থাকলেও এপ্রিল মাসে সেটি কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।  কমেছে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ।

এছাড়া এপ্রিল মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে।  এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৪০শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে।  এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়